সব ব্লগ
ডায়াবেটিস

রমজান মাসে ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকা

১৯ ডিসেম্বর ২০২৪
রমজান মাসে ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকা

রোজার সময় ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখাটা চ্যালেঞ্জিং হতে পারে।

ইফতার:

ইফতারে ভাজাপোড়া এবং অতিরিক্ত চিনিযুক্ত শরবত বর্জন করুন। খেজুর ১-২টির বেশি খাবেন না। চিড়া, দই, এবং ফলের সালাদ ভালো বিকল্প।

sehri (সেহরি):

সেহরিতে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন লাল চালের ভাত এবং সবজি খান, যা অনেকক্ষণ পেট ভরা রাখবে এবং সুগার ধীরে বাড়াবে।

লেখাটি কেবল সচেতনতার জন্য। কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।